‘নারী এবং কন্যার প্রতি সহিংসতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে আমরাই পারি জেলা জোট, নারীপক্ষ ও সমমনা এনজিও সমূহ এই কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নারীরা ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি সমানভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এখনো নারীরা সমাজে ও রাষ্ট্রে সমান অধিকার থেকে বঞ্চিত, তারা এখনো সব জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে। নারীদের সকল ন্যায্য অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারসহ সকলের প্রতি আহবান জানান বক্তারা।