ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তা আজকের তরুণদের হাত ধরেই বাস্তবায়িত হবে। এজন্য তরুণদের মানবসম্পদে পরিণত করার বিকল্প নেই।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের এক যুগ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র টিটু আরও বলেন, একটি দেশের জনসংখ্যাকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বোঝা থেকে সম্পদে পরিণত করা যায়। চীনসহ বিভিন্ন দেশে তা করে দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরে বহুমুখী উদ্যোগ নিয়েছেন। দক্ষ মানবসম্পদ আমাদের লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ রাজনীতি না করলেও সকলকে রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতে সম্পর্কে প্রতিটি নাগরিকের স্পষ্ট ধারণা থাকতে হবে। যারা দেশের জন্য কাজ করছে তাদের পাশে থাকতে হবে। লব্ধ জ্ঞানকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ন কবীর। এতে স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র।
অনুষ্ঠানে প্রথমবারের মতো শুরু হওয়া এইচআর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর তিন সাবেক শিক্ষার্থী এই অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। তারা হলেন- নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশু, প্রতিক গ্রæপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস এম ফারুক হাসান এবং ম্যাক টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ আর খান আখির।
এর আগে, বিভাগটির যুগপূর্তী উপলক্ষে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এরপর আনন্দ র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ভারতের পশ্চিমবঙ্গের আচার্য দীনেশন্দ্র সেন রিসার্স সেন্টারের পরিচালক ও আচার্য শ্রীদীনেশন্দ্র সেনের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, শিক্ষক, কর্মকর্তা ও বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সন্ধ্যায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সাবেক শিক্ষার্থী ও জনপ্রিয় শিল্পী অনিমেষ রায় ও কানিজ খন্দকার মিতু। সবশেষে জনপ্রিয় ব্যান্ড স্যালভেশনের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী ‘এইচআর কার্নিভাল’।