বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা গান ‘কারার ঐ লৌহ কপাট’-এর সুর বদলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মোজার্ট অব মাদ্রাজ খ্যাত এ আর রহমান।
আর কে মেনন পরিচালিত বলিউড ছবি ‘পিপ্পা’তে ব্যবহৃত হয়েছে গানটি, যা প্রকাশের পর সুর বিকৃতির অভিযোগ উঠে। এ নিয়ে কয়েকদিন ধরে উত্তাল সোশ্যাল মিডিয়া। ভারত-বাংলাদেশের শিল্পীরাও প্রতিবাদ করছেন।
তবে অন্যরকম প্রতিবাদ করলেন বাংলাদেশের সামাজিক মাধ্যমে আলোচিত ব্যাক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। যে গানের মাধ্যমে অস্কার জিতেছিলেন এ আর রহমান, ‘জয় হো’ গানটি বিকৃত সুরে গেয়ে প্রতিবাদ করলেন তিনি।
সোমবার (১৩ নভেম্বর) রাতে তার গাওয়া একটি গান সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কারণ সম্পর্কে আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি মঙ্গলবার দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের দেশের গানকে নষ্ট করে দিয়েছে উনি। তাই প্রেতিবাদ হিসেবে গানটা গাইলাম। এই গান আমি পুরোটা ছাড়ি নাই। আজকে ছাড়বো। সুর নষ্ট করে গাইলে কেমন লাগে সেটা বুঝবে এ আর রহমান।’
মঙ্গলবার বিকেলে তার নিজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হবে বলে জানালেন সামাজিক মাধ্যমের আলোচিত ব্যাক্তি হিরো আলম।