এবার নিরাপত্তা বেষ্টনী পার করে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি প্রবেশ গেইট দিয়ে ভিতরে প্রবেশ করে বিমান যোগে ঢাকায় যাওয়ার চেষ্টা করে ১২ বছর বয়সী এক শিশু। নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে পরে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে।
জানা যায়, রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। শিশু মো. মানিক মিয়া রংপুর জেলার দেওডুবি ইউনিয়নের মিঠু মিয়ার ছেলে।
সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মানিক সৈয়দপুর বিমানবন্দরে এসে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে বিমানবন্দরের ভিতরে বিভিন্ন গেইট দিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল। অনেক বার ভিতরে প্রবেশ করতে চাইলে গেইটে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন পুলিশ বাধা দেয়ায় ভিতরে প্রবেশ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে সাড়ে ৭ টার দিকে এপিবিএন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ঢাকাগামী প্রবেশকারী যাত্রীদের সঙ্গে মিশে সবার অগোচরে ভিতরে প্রবেশ করে। কিছুদূর যেতেই ভিআইপি গেইটের নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্য ও সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা প্রহরী সুপারভাইজার ফাহমিদ ছেলেটিকে আটক করে তাকে জিজ্ঞেস করেন। জিজ্ঞাসার এক পর্যায়ে প্রশ্ন করে কেনো তুমি ভিতরে প্রবেশ করছিলে কাউকে না জানিয়ে, তখন ছেলেটি বলে আমি ঢাকা যাওয়ার জন্য এসেছি। তারপর ছেলেটিকে নিরাপত্তা শাখায় নিয়ে গিয়ে দায়িত্বরত নিরাপত্তা অফিসার আশরাফুল ইসলাম বিষয়টি স্থানীয় কাউন্সিলের মাধ্যমে ছেলেটির বাবাকে জানানো হয়। ছেলেটির বাবা আসলে ছেলেটিকে তার কাছে হস্তান্তর করা হয়।
এই ঘটনার সত্যতা স্বীকার করে এয়ারপোর্র্ট ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ছেলেটি ছোট হওয়ায় থানার অনুমতি নিয়েই রাত সাড়ে ১০ টার দিকে তার বাবার হাতে তুলে দেয়া হয়।
এর আগে সেপ্টেম্বরে আনুমানিক ১২ বছরের এক শিশু সব স্তরের নিরাপত্তা ডিঙিয়ে পাসপোর্ট, ভিসা, টিকিট, বোর্ডিং পাশ ছাড়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠে পড়ে। পরে তাকে জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ। সেই ঘটনা সারা দেশে ব্যাপক আলোচিত ছিল।