সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার (৬ষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি পেয়েছেন ৪৬ পুলিশ কর্মকর্তা। রোববার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব সিরাজুম মুনিরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে ‘অতিরিক্ত পুলিশ সুপার’ পদে পদোন্নতি করা হলো। এছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেড; ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা বলেও উল্লেখ করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন ।