‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
শনিবার দুপুরে এ উপলক্ষ্যে শহরের পুলিশ লাইন্সে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা পুলিশ। পুলিশ লাইন্স থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে আবার পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।
পরে ড্রিল সেডে আয়োজিত আলোজনা সভায় পুলিশ সুপার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার, পৌর মেয়র ছানোয়ার হোসেন, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণ ও পুলিশকে একসাথে কাজ করতে হবে। নাশকতা ও অন্যান্য অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান বক্তারা।
পরে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সাংবাদিক জাহাঙ্গীর সেলিম ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে এসআই মাহমুদুল হাসানকে সম্মাননা পদক প্রদান করা হয়।