জামালপুরে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে বিএনপি-জামাতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন। প্রতিবাদে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি-জামাতের ডাকা টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিনেও শহরের দুটি বাস টার্মিনাল থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল বিপনী বিতান-ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে, স্বাভাবিক রয়েছে সকল কাজকর্ম। অবরোধের পক্ষে জেলার কোথাও বিএনপির কোন নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়নি।
এদিকে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ-নৈরাজ্যের প্রতিবাদে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে জেলা যুবলীগ।
বুধবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে আয়োজিত সমাবেশে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।