জামালপুর পৌরসভায় সহকারী কর আদায়কারী পদে স্থায়ী চাকুরী পেলেন শারীরিক প্রতিবন্ধী আকলিমা আক্তার। এর আগে তিনি পৌরসভায় কম্পিউটার অপারেটর পদে অস্থায়ীভাবে চাকুরী করেন।
জামালপুর শহরের কম্পপুর গ্রামের আলতাফ হোসেনের কন্যা আকলিমা শারীরিক প্রতিবন্ধীত্বকে জয় করে উচ্চশিক্ষা গ্রহণ করলেও কোন কাজ না পাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েন। ২০২১ সালের ১৭ মে হামাগুঁড়ি দিয়ে পৌরসভার দ্বিতীয়তলায় মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সাথে দেখা করেন। তার দুঃখ কষ্টের কথা শুনে মেয়র তখন অস্থায়ী ভিত্তিতে চাকুরী প্রদান করেন। আশ্বাস দেন চাকুরী স্থায়ী করার। গত ২৭ ফেব্রুয়ারি প্রতিবন্ধী আকলিমাকে অভিভাবকের দায়িত্ব নিয়ে একজন প্রকৌশলীর সাথে নিজ খরচে বিবাহ দেন পৌর মেয়র।
মঙ্গলবার দুপুরে পৌরভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আকলিমার হাতে চাকুরীর স্থায়ী নিয়োগপত্র তুলে দেন পৌর মেয়র।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদস্য অধ্যাপক মোঃ সুরুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চাকুরী স্থায়ী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আকলিমা।
এ সময় পৌরসভার মেয়র বলেন, মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করার প্রতিশ্রুতি নিয়েই মেয়র নির্বাচিত হয়েছি। প্রতিবন্ধীদের জন্য সরকার বিশেষ ভাতা চালু করেছে। আকলিমা তার নিজ যোগ্যতায় চাকুরী পেয়েছেন।