জামালপুরে চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন দিয়েছে জামালপুর স্পেশাল জজ আদালত।
মঙ্গলবার দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আবু তাহের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা মামলার আসামি গৌড়চন্দ্র, তপন বড়ুয়া, আনিসুর রহমান ও সোহরাবকে তিনশ দুই অবলিক ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০.০০০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করে।
উল্লেখ্য যে, গত ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেল স্টেশন প্লাটফর্ম এলাকায় পিটিয়ে আহত করলে বীর মুক্তি আব্দুল বারিক চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। সুদীর্ঘ ২১ সাক্ষ্য দিবস শেষে এ মামলার রায় ঘোষণা করা হয়।
চঞ্চল্যকর এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট নুরুল করিম ছোটন ও বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।