জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে ফৌজদারি মোড়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও জামালপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জালাল উদ্দিন, মো: রব্বানী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি শাহজাদা হোসেন আকন্দ, নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের ছেলে মিজানুর রহমান মুকুল, ভাই কাওছার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের হত্যাকারী জামালপুর রেলওয়ে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌড় চন্দ্র মজুমদার, এএসআই সোহরাব, কনস্টেবল তপন বড়ুয়া, রেলের টিকিট কালেক্টর আনিসুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পিটিয়ে আহত করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পরের দিন নিহতের ছেলে মিজানুর রহমান মুকুল হত্যা মামলা দায়ের করেন।