২০০৬ সালের ২৮ অক্টোবর মতো এবারও ‘লগি-বৈঠা’ নিয়ে গণতন্ত্রকে রক্ষা করা হবে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস।
বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
তাপস বলেন, ২৮ অক্টোবর বিএনপিকে জনগণের জানমালের ক্ষতি করার সুযোগ দেওয়া হবে না। সেদিন আপনাদের সঙ্গে আমিও রাজপথে থাকব। ২০০৬ সালের ২৮ অক্টোবর যেমন লগি-বৈঠা নিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছিলাম, তেমনি ২০২৩ সালের ২৮ অক্টোবরও রক্ষা করব।
তিনি বলেন, ২৮ তারিখ আমাদের জন্যে অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় আমরা বিজয়ী হব, ইনশাআল্লাহ।
সভায় আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে শুক্রবার থেকে নেতাকর্মীদের নির্ঘুম রাত কাটানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ২৭ তারিখ (শুক্রবার) থেকে চোখে ঘুম থাকবে না। প্রয়োজনে নির্ঘুম রাত কাটাতে হবে। যেখানে আমার অস্তিত্বের প্রশ্ন সেখানে ঘুম দিয়ে কি করবো। বারে বারে না, এবারই এদের চিরতরে পরাজিত করতে হবে।
কাদের বলেন, রাজপথ দখল রাখতে হবে। সতর্ক পাহারায় থাকতে হবে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে। আর ছাড় দেওয়া হবে না। আমরা আটঘাট বেঁধে নেমেছি। অলিগলিতেও পালাবার পথ পাবেন না।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি-জামায়াতের কোনো অস্তিত্ব থাকবে না। সমাবেশের পর বিএনপি নৈরাজ্য করতে চাইলে তাসমুচিত জবাব দেওয়া হবে। তাই, শান্তিপূর্ণ সমাবেশ করে বাড়ি ফিরে যান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে এসেছে। ২৮ অক্টোবর তাদের উচিত শিক্ষা দিতে হবে। ওইদিন বিএনপি-জামায়াতের কবর রচনা করতে হবে।