কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত একজনের পরিবার মামলা করেছে। বুধবার সকালে ভৈরব রেলওয়ে থানায় দায়ের করা এ মামলায় পণ্যবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও গার্ড মো. আলমগীরকে আসামি করা হয়েছে।
গত সোমবার বিকেলে স্টেশনের আউটারে পণ্যবাহী ট্রেন ঢাকাগামী ‘এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেসের’ পেছনের বগিতে ধাক্কা দিলে ১৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।
এ সময় আহত নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে নজরুল ইসলামকে ঢাকা নেওয়ার পথে মারা যান। তার ছোট ভাই বিল্লাল হোসেন মামলাটি করেন।
বিল্লাল হোসেন বলেন, ‘আমি ভাই হারিয়েছি। কিছু মানুষের খামখেয়ালির কারণে আমার মতো অনেকেই তাদের প্রিয়জন হারিয়েছেন। জড়িতদের শাস্তির আওতায় আনতেই মামলাটি করেছি।’
এজাহারে বলা হয়, ট্রেন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের গাফিলতি ও তাচ্ছিল্যতার কারণে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় হতাহত অন্যদের সঙ্গে নজরুলের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। অবশ্য দুর্ঘটনার পরপরই এ তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।
ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার জানান, এসআই নাজিউর রহমান মামলাটি তদন্ত করছেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।