শারদীয় দুর্গোৎসবে ময়মনসিংহের গৌরীপুরের পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মালম্ভীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
শনিবার রাতে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন উপজেলো নির্বাহী অফিসার। এসয়ময় তিনি হিন্দু ধর্মালম্বী ও মন্ডপে ঘুরতে আসা দর্শনার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন। খোঁজ-খবর নেন পূজা উদযাপনের সার্বিক বিষয়ে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, গৌরীপুর সাম্প্রদায়িত সম্প্রীতির শহর। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গৌরীপুরের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ মোট ৬৩টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব চলছে। দুর্গোৎসব ঘিরে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, ডৌহাখলা ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম প্রমুখ।