শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় কানাসাখোলা ইন্টারসেকশন ও রৌহা সেতুসহ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার বিকালে কানাসাখোলা বাইপাস মোড়ে ওই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার দলীয় হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
অর্থনৈতিক, বাণিজ্যিক ও সমষ্টিক উন্নতির লক্ষ্যে শেরপুর-ময়মনসিংহ ৫২ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন এই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ হলে শেরপুরসহ পুরাতন ব্রহ্মপুত্র নদ পাড়ের লাখ লাখ জনগোষ্ঠীর চলাচল সহজ ও গতিময় হওয়ার পাশাপাশি রাজধানী ও বিভাগীয় শহর ময়মনসিংহের সাথে শেরপুরের দূরত্ব কমবে ২০ কিলোমিটার।
সড়ক ও জনপথের সূত্রমতে, এই প্রকল্পের শেরপুর অংশে জমি অধিগ্রহণ ও সড়ক-ব্রিজ-কালভার্ট নির্মাণসহ মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৫০ কোটি টাকা।
নির্মাণকাজ উদ্বোধনকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।