রাজবাড়ী বালিয়াকান্দি এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোঃ আজিজ মহাজন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজিজ মহাজন রাজবাড়ীর বালিয়াকান্দি থানার নারোয়াকোনা গ্রামের মো: আজর আলী মহাজনের ছেলে।
সোমবার (১৬ অক্টোবর) রাত দেড়টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা মোহন লস্কর জানান, রবিবার সন্ধ্যা আটটার দিকে আমার চাচা বালিয়াকান্দীর নারোয়াকোনার মেইন রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায ফিরছিলেন। এ সময় রাস্তায় ওৎপেতে থাকা এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাফি, ইরান, রবিউল, শাহাদত ও নুরু দেশীয় ধারালো অস্ত্র দিয়ে দিয়ে আমার চাচাকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে করে পালিয়ে যায়। ওই সন্ত্রাসীদের সাথে পূর্বে জমিজমা সংক্রান্ত বিষয়ে আমার চাচার সাথে বিরোধ ছিল। পরে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুততাকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায় আমার চাচা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে আজিজ মহাজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।