তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সফরকালে তার আলোচনার মূল এজেন্ডায় থাকছে জাতীয় নির্বাচনসহ রোহিঙ্গা ইস্যুটি। এছাড়া সরকারি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পাবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো।
সোমবার ঢাকায় পৌঁছায়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে । বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আফরিন আখতার দুই দেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।
এরপর তিনি মঙ্গলবার যাবেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। ঢাকা ছাড়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন মার্কিনী এই কর্মকর্তা । ১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন আফরিন আখতার ।
এর আগে গত মে মাসে আফরিন ঢাকায় এসেছিলেন। মাত্র ৬ মাসের ব্যবধানে এটি হবে তার চলতি বছরে দ্বিতীয় দফায় বাংলাদেশ সফর।