ময়মনসিংহের নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে খুকি আক্তার সুমি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন। এই ঘটনার পর ক্ষুব্ধ সাধারণ মানুষ বাসে আগুন ধরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নান্দাইলের কানুরামপুর-ত্রিশাল সড়কের বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খুকি আক্তার চরভেলামারী গ্রামের খোকন মিয়ার মেয়ে। তিনি উপজেলার গফরগাঁও কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে কানুরামপুর থেকে শালবন পরিবহনের একটি বাস ত্রিশালের উদ্দেশ্যে ছেড়ে ছেড়ে যায়। পথিমধ্যে বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খুকি আক্তার সুমির মৃত্যু হয়। এসময় অটোরিকশার চালকসহ ৫ জন আহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা আহতদের হাসপাতালে পাঠিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কে যান চলাচল ঘন্টাখানেক বন্ধ ছিল। এই ঘটনায় পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করার পর আগুন নেভাতে সক্ষম হয়েছে।