যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জামালপুরের জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জেলা মাসুদ আনোয়ার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারসহ আরো অনেকে।
এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে দেহ মন গঠন করে, মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বিশ্বের দরবারে তুলে ধরার জন্য খেলোয়ারদের প্রতি আহ্বান জানান।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা অনূর্ধ্ব ১৭ পর্যায়ে জামালপুর পৌরসভা ২-১ গোলে জামালপুর সদর উপজেলাকে পরাজিত করে।
অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের অনূর্ধ্ব ১৭ বালক পর্যায়ে জামালপুর পৌরসভা ৩-১ গোলে সদর উপজেলাকে পরাজিত করে।পরে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।