যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের নামে কিছু লোক বাংলাদেশে চাঁদা তুলছে। এমন অভিযোগ পৌঁছেছে ঢাকায় দেশটির দূতাবাসে। বুধবার (১১ অক্টোবর) একটি সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করেন তিনি।
এ সময় ফিলিস্তিনের মানুষদের জন্য কেউ চাঁদা চাইলে না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।
তিনি বলেন, চলমান সংকটের পরিপ্রেক্ষিতে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে ফিলিস্তিনি জনগণের নামে তহবিল সংগ্রহের চেষ্টা করছে। তবে বাংলাদেশের কোনো সংস্থা বা ব্যক্তি গাজা বা পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের জন্য অনুমোদিত নয়। আমরা বাংলাদেশি ভাই ও বোনদের সন্দেহজনক অনুদানের চ্যানেল সম্পর্কে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছি।
রাষ্ট্রদূত এ ধরনের তহবিল সংগ্রহের উদ্যোগ সম্পর্কে সতর্ক থাকার জন্য বাংলাদেশের মানুষদের অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার গাজার সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে। জিম্মি রয়েছে আরও অনেকে। এর জবাবে গাজায় ব্যাপক বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। এতে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ২৩ লাখ অধিবাসীর ভূখণ্ড গাজায় খাদ্য, পানীয় জল ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সেখানে ভয়াবহ মানবিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে।