ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও রাস্তায় মাল বোঝাই ট্রাক রেখে চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় অপর একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সময় তাকে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে তিন টার দিকে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তারুন্দিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. শহিদুল ইসলাম (৫৫) নামে এক মাদকসেবী ও বিক্রেতাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অপরদিকে রাস্তায় মাল বোঝাই ট্রাক রেখে চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় মো. রিপন আলী নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।