প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় জামালপুরে দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে জামালপুর দ্রুত বিচার আদালতের বিচারক তানভীর আহমেদ এই আদেশ দেন।
এর আগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে আনা হলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
এই মামলায় বাকী ৬ জন আসামীর মধ্যে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন জামিনের আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক। বাকীরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়াতে বিএনপির এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।
এছাড়া জামালপুরে বিএনপির এক সমাবেশে বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ তৈরীর অভিযোগ এনে গত ২৩ মে আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ ৭ বিএনপি নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।