জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ দুর করতে হলে ইমামগণকে ভূমিকা রাখতে হবে। কারণ আমাদের মসজিদভিত্তিক সমাজকাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমামগণ।
বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ উপজেলার মির্জা আজম অডিটরিয়াম প্রাঙ্গণে আয়োজিত বাল্য বিবাহ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকসেবন রোধকল্পে সকল মসজিদ কমিটি ও ইমামগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হোন এবং আমি যদি নির্বাচিত হই তাহলে ইমামদের ভাতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমি কথা বলবো।
মেলান্দহ উপজেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।