আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাঙ্গল প্রতিকের পক্ষে জামালপুরের ইসলামপুরে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় পার্টি।
শুক্রবার দুপুরে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ও চরপুরিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন জামালপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ।
এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে পল্লী এলাকার মানুষের জন্য করা উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে নাঙ্গল প্রতিকের জন্য ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী প্রচারনাকালে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো: মাহমুদুল্লাহ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, সহ-সভাপতি জুয়েল সরকার, সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমানসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু বিগত দিনে তাদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে সন্দেহ রয়েছে, যে কারনে জনগণের মনোনীত প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারেনি। আগামী নির্বাচনে জনগন যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করকে। জনগন নাঙ্গল প্রতিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বলে তিনি মন্তব্য করেন।