শেরপুর সীমান্তের গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে নিহত-আহত ব্যক্তিসহ ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এ সময় তিনি বলেন, বনের উপর মানুষের অতিরিক্ত নির্ভরশীলতা, হাতির আবাসস্থল সংকোচন, বনে অবৈধ বসবাস ও কৃষিকাজের কারণে মানুষের সাথে হাতির সংঘাত হচ্ছে। এতে প্রতি বছরই হাতি ও মানুষ মারা যাচ্ছে। তিনি বলেন, হাতি দ্বারা মানুষের বা সম্পদের কোন ক্ষতি যেমন অনাকাঙ্খিত, তেমনি মনুষ্য সৃষ্ট যেকোন কারণে হাতির মৃত্যুও কাম্য নয়।
ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু ইউসূফ, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।
এদিন সম্প্রতি বন্যহাতির আক্রমণে নিহত ৩ জনের প্রতি পরিবারের মাঝে ৩ লক্ষ টাকার চেক এবং ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে ২০ থেকে ৪৫ হাজার টাকার চেকসহ মোট ১৯ লক্ষ ১২ হাজার ২শ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিসহ জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।