ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে তিন কৃষক হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি এরশাদ আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ১১ বছর আত্মগোপনে থাকার পর র্যাবের একটি দল সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করে। পরে আদালতে সোপর্দ করার জন্য থানায় হস্তান্তর করা হয়।
বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৬ সালের ২২ জানুয়ারি জেলার ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামের কৃষক হরিদাশ সূত্রধর, বিমল সূত্রধর ও নিরঞ্জন সূত্রধরকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিপক্ষ ওমর আলীর ছেলে এরশাদ আলীসহ অন্যরা মিলে জমি নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটায়। এ ঘটনায় নিহতের ভাই শ্যামল সূত্রধর ওই বছরের ২৩ জুনায়ারি একটি মামলা করেন। ওই মামলাটি দীর্ঘ ৬ বছর বিচারিক কার্যক্রম শেষে ২০১২ সালের ১৪ আগস্ট রায় দেয়। রায়ে এরশাদ আলীকে মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এরশাদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আত্মগোপনে আছে খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, একই পরিবারের তিন কৃষককে হত্যায় মৃত্যুদন্ডের আসামি ছিল এরশাদ। আত্মগোপনে থাকা এরশাদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।