শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ১১ বস্তা ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় অভিযান চালিয়ে ওইসব পণ্যসামগ্রী উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া ওই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ১১ বস্তা ভারতীয় পণ্যদ্রব্য (বিস্কুট, চকলেট, চালের কুড়া) উদ্ধার করে পুলিশ। তবে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ওই ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।