জামালপুরে চাঞ্চল্যকর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পুনরায় রিমান্ড, পলাতক আসামীদের গ্রেফতার ও পরিবারের নিরাপত্তার দাবিতে অনশন করেছে তার পরিবার।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিক নাদিমের বাবা, মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা অনশন শুরু করেন।
এ সময় নাদিমের পরিবারের সদস্য ও বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী অভিযোগ করেন, প্রধান আসামী বাবু চেয়ারম্যান ১৬৪ ধারায় আদালতে যে জবানবন্দি দিয়েছে, সেখানে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি সে স্বীকার করেনি, তাই তাকে পুনরায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান।
এছাড়াও মামলার অন্যতম আসামী ফাহিম ফয়সাল রিফাত, রাকিবুল্লাহ রাকিবসহ অন্যান্য পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও মামলার এজাহারভূক্ত আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে এসে ভয়ভীতি প্রদর্শন করায় প্রশাসনের কাছে পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানান তারা। অনশন কর্মসূচীতে স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত থেকে তাদের দাবির প্রতি একাত্বতা প্রকাশ করেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে নাদিমের পরিবারের সদস্যদের অনশন ভাঙান।
গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীদের হামলায় গুরুত্বর আহত হয়। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সাংবাদিক নাদিম।