জামালপুরের মেলান্দহে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ও মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে মেলান্দহ উপজেলার মালঞ্চ বাজারে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নেয় মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা আগুন জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা জানায়, সোমবার বিকেলে উমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ও সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল স্কুলের মধ্যে আন্তঃস্কুল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষের দিকে টাইব্রেকারে গোল দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাধুপুর হুমায়ুর কবির টেকনিক্যাল স্কুল ফুটবল দলের খেলোয়াড় ও সমর্থকরা মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়দের মারধর করে। এতে নবম শ্রেণীর শিক্ষার্থী রমজান ও জাকিরুলসহ বেশ কয়েকজন আহত হয়। বিক্ষোভ চলাকালে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা।
পরে বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।