মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। তবে অপারেটরটি দাবি, তাদের সমস্যা সমাধান করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের বিভিন্ন এলাকার গ্রাহকরা নেটওয়ার্ক পাচ্ছিলেন না।
বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) হোসেন সাদাত। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়েছে।”
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি দুপুর ১২ টার কিছু পর থেকে কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে গ্রামীণফোনের নেটওয়ার্ক পুরোপুরি ডাউন ছিল। তখন জানা যায়, সিরাজগঞ্জের দুটি জায়গায় এবং টাঙ্গাইলের একটি জায়গায় সড়ক উন্নয়নের কাজের সময় বুলডোজারে গ্রামীণফোনের ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে যায়।