শেরপুর জেলা শহরের পৌরসভার কসবা মোঘলপাড়া মহল্লায় পারিবারিক কলহের জের ধরে ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলের কোন এক সময় বসত ঘরের আড়া (ধর্নার) সাথে গলায় মাফলার পেচিয়ে শাওন (২৫) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
শাওন শেরপুর পৌরসভার কসবা মোঘলপাড়া মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের পৌরসভার কসবা মোঘলপাড়া মহল্লার বাসিন্দা শাওন মোবাইল ফোন ব্যবসা করে আসছিল। এদিকে বেশ কিছুদিন ধরে চাচা আলাল ও মুক্তলের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং পারিবারিক কলহ অশান্তি ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই সোমবার বিকেলের কোন এক সময় ফাঁকা বাড়ির বসত ঘরের নিজ শয়ন কক্ষে আড়ার (ধর্নার) সাথে শাওন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
এদিকে শাওনের ছোট ভাই সাইম জানায়, বাসায় শাওনের স্ত্রী ও কোন লোকজন ছিলনা বিকেলে থেকে শাওনকে বার বার মোবাইল ফোনে না পেয়ে অবশেষে সাইম বাসায় গিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় তার বড় ভাই শাওন ফাঁসিতে ঝুলে আছে। পরে ফাঁসি দেয়ার মাফলার কেটে শাওনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, ওসি (তদন্ত) সাইফুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।