টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা দেখা দিয়েছে।
জামালপুরে গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরামসহ অন্যান্য শাখানদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার যমুনা তীরবর্তী ১০টি ইউনিয়নের ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিস্তীর্ণ ফসলের মাঠ ও লোকালয়ে বন্যার পানি প্রবেশ করায় ডুবে গেছে বেশকিছু স্থানীয় কাঁচা পাকা সড়ক। বন্যার পানি উঠে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বন্যা মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।