উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিপদসীমা অতিক্রম করায় নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে, তবে বিস্তীর্ণ লোকালয়ে এখনো বন্যার পানি প্রবেশ করেনি।
জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামীকাল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।