যুদ্ধাপরাধ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আদালতে মামলা করা হয়েছে। ১২ জনকে আসামি করে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।
আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার নামীয় আসামি খাইরুল ইসলাম, ফারুক আহমেদ। বাকিরা অজ্ঞাত পরিচয় আসামি। মামলার বিবরণে বলা হয়েছে আসামিরা সাইবার ও ডিজিটাল সন্ত্রাসী, আইন অমান্যকারী প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন ধরে স্বাধীনতাবিরোধী চক্রান্তে লিপ্ত। এরই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুকে অপপ্রচার চালায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য, ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে। অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে।