ময়মনসিংহের গৌরীপুরে চোরাই ট্রাক সহ মোঃ রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে গৌরীপুর থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জের তাড়াইলের দাউতপুর গ্রামের মোঃ রতন মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার ভোর রাতে চার/পাঁচ সদস্যের একটি দল চোরাই ট্রাক নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রামগোপালপুর এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজালালের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও মোঃ রফিকুল ইসলামকে আটক ও ট্রাক জব্দ করে পুলিশ।
পরে পুলিশ বাদী হয়ে নাম মোঃ রফিকুল ইসলাম সহ নাম উল্লেখ ২ জন ও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, অপরাধী চক্রের এক সদস্যকে ট্রাক সহ গ্রেফতার করা হয়েছে। বৈধকাগজপত্র না থাকায় ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামি আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামি ধরার চেষ্টা চলছে।