উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে সরকারকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা।
শোকাবহ আগস্ট উপলক্ষে রোববার বিকালে উপজেলা বোকাইনগর ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে বোকাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
সোমনাথ সাহা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সহ সমস্ত ভাতা আওয়ামী লীগ সরকার দিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকারের নেতৃত্বেই দেশে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্টোরেল হয়েছে। অ্যালিভেটেড এক্সপ্রেস উদ্বোধনের অপেক্ষায়।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় বলে উল্লেখ করে সোমনাথ সাহা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠনটি যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন।
বোকাইনগর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি তাসবিউল হাসান অভির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমনের সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাদেকুর রহমান, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহিদাস আচার্য,
বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, সাবেক গৌরীপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মজনু প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।