জামালপুরে চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ক্লাশ বর্জন করে শহরের দয়াময়ী মোড়ে জসিম উদ্দিন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি শেখ সিয়াম আহমেদের সভাপতিত্বে মাহফুজুর ইসলাম, ফরিদুল ইসলাম, আমিনুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা ইন্টার্নশিপ বহালসহ কোর্স কারিকুলাম সংশোধন, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও বঙ্গবন্ধু ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের ৪ দফা দাবি অবিলম্বে পুরণ করণের আহবান জানান।