টানা দুই দিনের ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের দুই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ দুপুরে নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর পানি বাতকুচি পয়েন্টে বিপদসীমার ১৩৫ সেন্টিমিটার ও ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানি বিপদসীমার ১শ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত নদীর পানি উপচে তীরবর্তী এলাকায় তেমন ক্ষতির সৃষ্টি করেনি এবং প্লাবিত হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শেরপুরে গেলো ২৪ঘন্টায় গড়ে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানে ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল নদী দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি স্থায়ী না হলে, দ্রুত সময়ের মধ্যে নদীর পানি কমবে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে ভারী বর্ষণের ফলে অব্যাহত আছে ব্রহ্মপুত্রের শাখা দশআনী নদীর ভাঙন। সমস্যা নিরসনে ইতোমধ্যে দুইশো মিটার তীরবর্তী এলাকায় বাঁধ নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।