২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসবিরোধী সমাবেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপর ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট সোমবার বিকেলে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য।
সভাপতির বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, সেদিনের ওই ন্যাক্কারজনক হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। অথচ বিএনপি এখন তাদের দোসর জামায়াতকে নিয়ে দেশরক্ষার নামে গণতন্ত্রের কথা বলে। বিএনপির মুখে গণতন্ত্রের ছবক মানায় না। আগামী নির্বাচনকে সামনে রেখে তারা ঘোলা পানিতে শিকারের ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতা-কর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেন, সেদিন বিএনপি-জামায়াত জোট চক্র আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে নজিরবিহীন সন্ত্রাস কায়েম করেছিল। হামলার মূল টার্গেট ছিলেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। গ্রেনেড হামলার মতো নারকীয় সন্ত্রাসে প্রত্যক্ষ মদদ দেওয়ায় বাংলার মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখান করেছে।
সমাবেশে জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।