টানা বর্ষণে বাড়ছে শেরপুরের সব নদ নদীর পানি। শেরপুর সীমান্তের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীতে বিপদসীমার ২১৫সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মহারশী ও ভোগাই নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই।
এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়ে নদী তীরবর্তী বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি গ্রামে ঢুকতে শুরু করেছে। এতে ঝিনাইগাতী উপজেলার অন্তত পাঁচ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি ভেসে গেছে কিছু পুকুরের মাছও।
গেলো বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও রাস্তা মেরামত না করায় বন্ধ হয়ে গেছে দিঘিরপাড় এলাকা থেকে ঝিনাইগাতী উপজেলা সদরের সড়ক যোগাযোগ। এদিকে নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্তত দশ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শেরপুর – নালিতাবাড়ী সড়কের গাজীরখামার এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।