ময়মনসিংহের ভালুকায় পুলিশের অভিযানে সাড়ে ১৮ লক্ষাধিক টাকার মূল্যের ২ হাজার ২৪১ পিস ভারতীয় শাড়িসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে দুই চোরাকারবারিকে।
রোববার (১৩ আগস্ট) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার (১২ আগস্ট) রাতে ভালুকা-গফরগাঁও সড়কে চেকপোস্ট বসিয়ে শাড়িগুলো জব্দসহ দুইজনকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার বারহাট্টা এলাকার আক্কাস আলীর ছেলে স্বপন মিয়া (২৪) ও মদন উপজেলার নুরুল ইসলামের ছেলে আব্দুল কাইয়ুম (৪২)।
পুলিশ জানায়, নেত্রকোনার উচিতপুর থেকে চোরাকারবারিরা শাড়িগুলো নিয়ে ঢাকায় গিয়ে বিক্রির উদ্দেশে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এসআই তপু চক্রবর্তীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ভালুকা-গফরগাও সড়কে চেকপোস্ট বসায়। পরে ওই কাভার্ড ভ্যানটি চেকপোস্টের সামনে আসলে তল্লাশি চালিয়ে ২ হাজার ২৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসময় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, চোরাকারবারি ভারতীয় সীমান্ত দিয়ে শাড়িগুলো প্রথমে ট্রলার নিয়ে আসে। পরে নেত্রকোনার উচিতপুর থেকে ট্রাকে করে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই তারা এ কাজ করে আসছিলো বলে জিজ্ঞাসাবাদে জানায় আসামিরা। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।