মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ২২ হাজার ১০১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় এ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জামালপুর সদর উপজেলার ১২৪ টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর। বুধবার সকালে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই জামালপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ঘরের জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও সনদপত্র ফোল্ডার সহকারে উপকারভোগীদের হাতে তুলে দেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. বরকত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবজানী ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, প্রমুখ।
জামালপুর সদর উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জামালপুর পৌর এলাকার নাওভাঙ্গার চরে ৬৭ টি ঘর, রানাগাছা ইউনিয়নে ৬ টি ঘর, শ্রীপুর (অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যারাক রিপ্লেসমেন্ট) ৪৪ টি ঘর, তুলসীরচর ইউনিয়নে ৫ টি ঘর, নরুন্দি ইউনিয়নে ২ টি ঘর সর্বমোট ১২৪ টি ঘর পেল ভূমিহীন ও গৃহহীন পরিবার।
প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সাথে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।