বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এতে আন্তব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আরটিজিএসে সমস্যা হয়েছে। ফলে আন্তব্যাংক লেনদেন করতে পারেননি তারা।
তিনি বলেন, দিনে আমাদের বেশিরভাগ লেনদেন হয় আরটিজিএসে। কিন্তু হঠাৎ এ সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। ফলে আন্তঃব্যাংক লেনদেন ব্যাহত হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, দৈনিক মোট আন্তঃব্যাংক লেনদেনের ৯০ শতাংশই আরটিজিএসে হয়। মূলত, একযোগে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের মাসিক বেতন দিলে এ ত্রুটি দেখা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, গত ১ সপ্তাহ ধরে এ সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এখন পর্যন্ত ৪২ ব্যাংকের আরটিজিএস সমস্যা সমাধান করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন বলেন, কারিগরি সমস্যা আছে। যত দ্রুত সম্ভব আমরা সমাধানের চেষ্টা করছি।