ময়মনসিংহ নগরীতে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শাহদাত (২৪) নামে এক যুবককে গ্রেপ্তারের পর শুক্রবার (২৮ জুলাই) বিকেলে আদালতে সোপর্দ করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পুলিশ জানায়, সদর উপজেলার মধ্য বাড়েরা গ্রামের হানিফ মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৩৫)। তার ছেলে মো. ইমরান একই এলাকার মো. শাহাদাতের কাছ থেকে সাত হাজার টাকা ধার নিয়েছেন। এমন দাবি করছিলেন একই এলাকার শাহাদাত। শাহাদাত টাকার জন্য ইমরানের মা রেজিয়াকে চাপ দিলে বাগবিতন্ডায় জড়িয়ে বৃহস্পতিবার বিকেলে মারধর করে ও হত্যার হুমকি দিয়ে চলে যায়। ওই দিন সন্ধ্যায় রেজিয়ার বাসায় গিয়ে ছুরিকাঘাত করে শাহাদাত। রেজিয়াকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয়।
এ ঘটনার প্রেক্ষিতে নিহতের ভাই মো. সুমন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে নগরীর মাসকান্দা এলাকা থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। ওই সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।