ময়মনসিংহে পাঙ্গাস মাছের একক চাষ করে জেলা পর্যায়ে সফল মৎস্যচাষির পুরস্কার পেয়েছেন ফুলবাড়িয়ার আব্দুল আউয়াল।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে আব্দুল আউয়ালের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন।
আব্দুল আউয়ালের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম ইউনিয়নের লাঙ্গল শিমুল গ্রামে। তিনি ১৯৮২ সালে মাত্র ৩০০ টাকা মূলধন দিয়ে দেশীয় মাছ দিয়ে মৎস্য চাষ শুরু করেন। বর্তমানে ৫০ হেক্টর জমিতে চাষবাদ করছেন, যেখানে ৫ লক্ষাধিক পাঙ্গাস মাছ রয়েছে।
এছাড়াও রেণু উৎপাদনে বিশেষ অবদানের জন্য মুক্তাগাছার আবিদ মৎস্য হ্যাচারি ও নার্সারীর স্বত্বাধিকারী মো. সুরুজ্জামান, কার্প-তেলাপিয়া মাছের সাথে শিং, পাবদা, গুলশা মাছের মিশ্র চাষে গফরগাঁওয়ের হোসেন আহমদ পান্না এবং শিং ও কৈ এর একক চাষের জন্য ঈশ্বরগঞ্জের একরাম হোসেন পুরস্কৃত হয়েছেন।
জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।
এর আগে, সকালে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।