কিশোরগঞ্জের হোসেনপুরে হেলিকপ্টারে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় অবতরণ করে বরসহ একটি হেলিকপ্টার৷ পৌর এলাকার ৩৪ নং ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলের এ ঘটনায় হেলিকপ্টারটি দেখতে আশেপাশে হাজারো গ্রামবাসী ভিড় করে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের পতিত জমিতে অবতরণ করে। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করেছিল এটি। হেলিকপ্টারটিতে বরসহ ৪ জন যাত্রী ছিল।
ধূলজূরী গ্রামের মো. রিটন মিয়া জানান, হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে আমরা আতংকিত ও ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখতে পেলাম এটার ভেতর বরযাত্রী।
দশম শ্রেণির ছাত্র নাইম জানান, জীবনে প্রথম বাস্তবে হেলিকপ্টার দেখলাম। এটি ভুল করে এখানে এসে পড়েছে।
হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল মিজবাহ উদ্দীন মানিক হেলিকপ্টার অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।