1. [email protected] : admin :
  2. [email protected] : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোলায় কোস্টগার্ডের সফল অভিযান ‘গণঅভ্যুত্থানে আহতদের আমৃত্যু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে’ বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার আগে সংস্কার, পরে নির্বাচন: ড. ইউনূস আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায় শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা হয়েছে ৫০ লাখ বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই নেমেছিল: সারজিস

গৌরীপুরে সড়ক অনুমোদন হওয়ায় মিষ্টি বিতরণ

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে মাওহা ও অচিন্তপুর ইউনিয়নের চারটি আঞ্চলিক কাঁচা সড়ক পাকাকরণে অনুমোদন হওয়ায় গ্রামবাসীর মধ্যে খুশির বন্যা বইছে।

সড়ক পাকাকরণের আনন্দের খবর রোববার জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা মিষ্টিমুখ এবং গ্রামে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উদযাপন করেছে।

পাকাকরণের জন্য অনুমোদনকৃত সড়কগুলো হলো- মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা টু বীরআহাম্মদপুর দুই কিলোমিটার, মাওহা বাজার থেকে মহিষহাটি বাজার দুই কিলোমিটার। অচিন্তপুর ইউনিয়নের রামচন্দ্রনগর থেকে পালুহাটি তিন কিলোমিটার, খান্দার থেকে মশি^রণ হয়ে ষোলপাই দুই কিলোমিটার।

গ্রামবাসী জানান, এই চারটি কাঁচা সড়ক আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কগুলো হয়ে দ্ইু ইউনিয়নের গ্রামের বাসিন্দরা কৃষি পণ্য সরবরাহ সহ জেলা ও উপজেলা শহরে যোগাযোগ করতো। কিন্ত সড়কগুলো কাঁচা থাকার কারণে শুকনো মৌসুমে চলাচল উপযোগী থাকলেও বর্ষা মৌসুমে কাদাপানিতে একাকার হয়ে যেত। এতে দুর্ভোগে পড়তো গ্রামবাসী, কৃষক, স্কুল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। স্বাধীনতার পর থেকেই গ্রামবাসী সড়কগুলো পাকাকারণের জন্য দাবি জানালেও তা পূরণ হয় নি। অবশেষে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপির প্রচেষ্টায় দীর্ঘ ৫৩ বছর পর দাবি পূরণ হওয়ায় গ্রামবাসীর মধ্যে খুশির বন্যা বইছে।

রোববার সকালে উপজেলা এলজিইডি প্রকৌশলী কার্যালয়ের একটি প্রতিনিধি দল সড়কগুলো প্রাক্কলন তৈরির কাজ করতে অচিন্তপুর ও মাওহা ইউনিয়নে যায়। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর আনন্দে মিষ্টিমুখ ও গ্রামের বাজারে মিষ্টি বিতরণ করে।

অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান বলেন, বর্ষাকালে অচিন্তপুর ইউনিয়নের কাঁচাসড়ক ব্যবহার করে অনুপযোগী হয়ে যেত। কাঁচাসড়ক দিয়ে গ্রামের রোগীকে হাসাপাতালে নিতে দুর্ভোগ পোহাতে হতো। আজ সড়ক পরিমাপ করতে আসায় আমরা খুব আনন্দিত।

মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক বলেন, কাঁচা সড়কগুলো নির্মাণ হলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হবে। এই সড়কগুলো নির্মাণের মধ্য দিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে।

ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর এই পরিকল্পনায় বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি মহোদয়ের প্রচেষ্টায় আমাদের এই সড়কগুলো পাকাকরণের জন্য অনুমোদন হওয়ায় গ্রামবাসী খুব আনন্দিত। আজ সড়ক পরিমাপ করা হয়েছে। সেই আনন্দ উদযাপন করার জন্যই চলছে মিষ্টি বিতরণ।

উপজেলা এলজিইডি কার্যালয়ের উপসহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম বলে, ময়মনসিংহ জেলা গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় মাওহা ও অচিন্তপুর ইউনিয়ন সহ মোট ১৭ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের জন্য অনুমোদিত হয়েছে। আমরা সড়কগুলো প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবো। টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত নির্মাণ কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩