ময়মনসিংহের গৌরীপুরের সিধলা ইউনিয়নের তিনশতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার উপজেলার সিধলা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে হাসনপুর গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টা ও ঢাকার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ এবং ডেলটা হেলথ কেয়ারের আইসিইউ বিশেষজ্ঞ ডাঃ মাকসুদুল হক মাসুদ।
চিকিৎসা নিতে আসা হোসনে আরা বেগম বলেন, আমি হাতে-পায়ে ব্যাথার সমস্যায় ভুগছিলাম। টাকার জন্য ভলো ডাক্তারের কাছে যেতে পারছিলাম না। এখানে এসে চিকিৎসা ও ওষুধ দুটোই বিনামূল্যে পেয়েছি।
চিকিৎসা৷ নিতে আসা নয়ন তালুকদার বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ। শহরে গিয়ে চিকিৎসা করালে টাকা খরচ হতো। কিন্ত আজ গ্রামেই ভালো ডাক্তার দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় আমি অনেক খুশি।
সিধলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। গ্রামের তিন শতাধিক দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।
ডা. মোস্তাফিজুর রহমান আকাশ বলেন, আমি গৌরীপুর ছেলে। ঢাকায় চাকরি করলেও ছুটির দিনে এলাকায় এসে দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ দেই। আজ তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। চিকিৎসা সেবা পাওয়া পর রোগীদের মুখে যে হাসি ফুটেছে সেটাই পরম পাওয়া।