ময়মনসিংহের ফুলবাড়িয়ার আছিমে ‘জ্ঞান সাধনায় আলোকিত সহযাত্রী’ এ স্লোগানকে ধারণ করে মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে রাসূল (সা:) এর জীবনী ও ময়মনসিংহের ইতিহাস-ঐতিহ্য বিষয়ে অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সিরাত প্রতিযোগিতায় ৩ টি ক্যাটাগরিতে মোট ৪১ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদেরকে সম্মাননা স্মারক, সিরাত গ্রন্থ ও সনদ প্রদান করা হয়। এছাড়াও ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সর্বমোট ৯ জনকে এক বছরের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
মঙ্গলবার আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেন। আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সিনিয়র শিক্ষক এ.কে.এম নজরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে এবং মিল্লাত ফাউন্ডেশনের পরিচালক মাহমুদুল হক নাঈমের সার্বিক পরিকল্পনা এবং মুফতি সোলাইমান মাহমুদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মফিজ উদ্দীন, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান।
এছাড়াও অন্যান্য শিক্ষকমন্ডলী বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানটির প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।