জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার নয়ন মিয়ার এক দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে আদালত। এর আগে নাদিম হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামীর জামিন নামঞ্জুর করেন আদালত।
পুলিশ ও মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, সোমবার দিবাগত রাত ২ টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করলে আজ বিকেলে ডিবি পুলিশ তাকে জামালপুরের জুডিশিলায় ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লার আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত নয়নের এক দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
এর আগে একই আদালতে নাদিম হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ আসামীর জামিনের আবেদন করে বিবাদীপক্ষ। আদালতের বিচারক মো. আতাউল্লাহ উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে সকল আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে ইউপি চেয়ারম্যান বাবু ও তার সহযোগিরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এঘটনায় বাবু চেয়ারম্যানকে প্রধান আসামী করে ২২ জনের নামসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে নাদিমের স্ত্রী মনিরা বেগম। এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বাবু চেয়ারম্যান ও তার দুই সহযোগি রেজাউল ও মনিরুজ্জামান মনির রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।