জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক গার্মেন্টকর্মী ও গরু চরাতে গিয়ে দুই গরুসহ এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে জামালপুর পৌর এলাকার বানিয়া বাজারে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান আব্দুল খালেক নামে এক গার্মেন্টস কর্মী।পরে বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে নদের পানিতে পড়ে তার মৃত্যু হয়। তিনি ঈদের ছুটিতে ঢাকা থেকে জামালপুরে বাড়িতে এসেছিলেন।
এদিকে, পৌর এলাকার হাটচন্দ্রায় ঝিনাই নদীর চরে গরু চরাচ্ছিলেন কৃষক মোয়াজ্জল। এ সময় বৃষ্টি ও ব্যাপক বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে মোয়াজ্জল ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার দুটি গরুও বজ্রপাতে মারা যায়।